শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

গুরুগ্রামে জুমার নামাজে বাধা দিচ্ছে উগ্র হিন্দুত্ববাদী বজরং দল

ভারতের উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের সদস্যরা একটি খোলা মাঠে মুসলিমদের জুমার নামাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে ও খোলা জায়গায় নামাজ না পড়ার জন্য বিভিন্ন হুমকি দিয়েছে।

গত রবিবার (২৫ ডিসেম্বর) ভারতের গুরুগ্রামের একটি সেক্টরে এই ঘটনাটি ঘটে।

অমিত নামের উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের একজন সদস্য বলেন, “এটা উদয়পুর নয়, এটি গুরগাঁও। মুসলিমদের ছয়টি স্থানে নামাজ পড়ার অনুমতি থাকলেও আমাদের কিছু আসে যায় না। আমরা তাদের খোলা স্থানে নামাজ পড়তে দেব না। আগামী সপ্তাহে তারা যদি নামাজ পড়া অব্যাহত রাখে তাহলে আমরা বিশৃঙ্খলা আরও বাড়িয়ে দেব”।

গত বছরও গুরগাঁওয়ে খোলা জায়গায় নামাজ পড়ার বিরুদ্ধে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তাদের মধ্যে তিনিও ছিলেন।

মুসলিমরা এখানে ১৫ বছর ধরে নামাজ আদায় করলেও বজরং দলের জেলা সমন্বয়কারী তা অস্বীকার করে বলেন, “মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন খোলা জায়গায় নামাজ হবে না”

হিন্দুত্ববাদী গোষ্ঠীর যে সদস্যরা নামাজরত মুসল্লিদের উপর হামলা চালাচ্ছে, তাদের মধ্যে একজন বলেন, “আমরা জানতাম না যে এখানে হাজার হাজার মুসলমান আসে ও নামাজ পড়ে। কয়েক শুক্রবার আগে আমি এখান দিয়ে যাচ্ছিলাম। তখনই বুঝলাম এখানে নামাজ পড়া হচ্ছে। এমনকি বাইরে থেকেও মানুষ এখানে নামাজের জন্য আসে। এতে আমরা খুবই চিন্তিত হই যে আজ তারা এখানে জড়ো হচ্ছে, আগামীকাল অন্য কোথাও জড় হবে।

পুলিশ জানিয়েছে, তারা এলাকায় একটি দল পাঠিয়েছে ও বিষয়টি খতিয়ে দেখছে।

সূত্র: মুসলিম মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img