বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ভিক্ষুকদের পুনর্বাসন শুরু করেছে আফগানিস্তান; দেওয়া হবে চাকরি ও ভাতা

ভিক্ষুকদের পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। দেশটির সর্বচ্চ নেতা বা আমিরুল মুমিনীন শাইখুল হাদীস মাওলানা হেবায়তুল্লাহ আখুন্দজাদা ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গণী বারাদারকে দায়িত্ব দিয়েছেন।

আফগানিস্তানের সর্বোচ্চ প্রশাসনিক ভবন ”আর্গ” থেকে জারি করা এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে পরিচয় নিবন্ধন করার পর ভিক্ষুকদের কাজের দক্ষতা অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরি দেওয়া হবে। একই সাথে সেই ভিক্ষুককে রাস্তায় আর ভিক্ষাবৃত্তি না করার প্রতিশ্রুতি দিতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, যেসব শিশুরা রাস্তায় ভিক্ষা করে তাদের শিক্ষার ব্যবস্থা করা হবে। এছাড়াও যেসব ভিক্ষুক আসলেই দরিদ্র এবং কোনো কাজ করতে পারে না, তাদের ভাতার ব্যবস্থা করা হবে।

সূত্র : বাখতার নিউজ এজেন্সী
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img