গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে ভর্তি হয়েছেন সিরাজনগর উম্মুলকুরা ফাজিল (ডিগ্রি) মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম।
গত সোমবার (১৪ আগষ্ট) বাথরুমে যাওয়ার সময় ঘরের মেঝেতে পড়ে গিয়ে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন তিনি। এসময় তার কোমরের হাড্ডি ভেঙে যায়। এছাড়াও তিনি উচ্চ রক্তচাপ, ডায়েবেটিকসহ বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।
তার পরিবার এই সর্বজন শ্রদ্ধেয় শিক্ষকের সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দু’আ চেয়েছে।