মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

ঐক্যবদ্ধভাবে সকল বাতিলের মোকাবেলা করতে হবে: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

রাজধানীর কামরাঙ্গীরচরস্থ নূরিয়া মাদরাসা মিলনায়তনে কামরাঙ্গীরচর থানার প্রায় ২০০ মাদরাসার সমন্বয়ে গঠিত ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া কামরাঙ্গীরচর, ঢাকার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীকে সভাপতি ও মাওলানা মাহবূবুল হক কাসেমীকে মহাসচিব করে ২০ সদস্যবিশিষ্ট মজলিসে শুরা ও ৬১ সদস্যবিশিষ্ট মজলিসে আমেলা ঘোষণা করেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি আ ফ ম আকরাম হুসাইন।

২৪ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতির ভাষণে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়ার চেয়ারম্যান মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ওলামায়ে কেরামের সঠিক ঐক্য না থাকার কারণে বিভিন্ন স্থানে মসজিদ-মাদ্রাসা ও আলেম-ওলামাদের উপর হামলা হচ্ছে, ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়া হচ্ছে, ইসলামের বিরুদ্ধে শত্রুরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। ৯০ ভাগ মুসলমানদের দেশে ইসলাম, মসজিদ-মাদরাসা ও আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাশত করা যায় না। ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ জনতাঐক্যবদ্ধভাবে সকল বাতিলের মোকাবেলা করতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img