শনিবার, মে ১১, ২০২৪

ভারতের কর্ণাটকে হিজাব পরায় ছয় মুসলিম ছাত্রীকে ক্লাস করতে বাধা

হিজাব পরার কারণে দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের একটি কলেজে ছয় মুসলিম ছাত্রীকে ক্লাসে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে হিন্দুত্ববাদী সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। কয়েক সপ্তাহ ধরে তাদের ক্লাস করতে দেওয়া হয়নি।

উদুপি জেলার সংশ্লিষ্ট কলেজের কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আনিত অভিযোগকে স্বীকার করেছে।

তবে তারা দাবি করেছে, ওই ছয় শিক্ষর্থীকে শুধুমাত্র শ্রেণিকক্ষে হিজাব খুলে প্রবেশ করতে বলা হয়েছে। তাঁরা হিজাব পরেই ক্যাম্পাসে অবস্থান করতে পারবে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা কলেজের ইউনিফর্ম (সালোয়ার-কামিজ ও ওড়না) পরেই পাঠ নিয়ে গিয়েছিলেন। তাঁরা ইসলামি বিধান মতে চুল ঢেকে ক্লাসে প্রবেশ করার অনুমতি চান।

কর্ণাটকের উদুপি জেলা উগ্র হিন্দুত্ববাদীদের অন্যতম সংবেদনশীল এলাকা। এই উপকূলীয় অঞ্চলটিকে হিন্দুত্ববাদী রাজনীতির পরীক্ষাগার হিসেবে অভিহিত করেছেন অনেক পর্যবেক্ষক। এটি ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির শক্ত ঘাটি হিসেবে পরিচিত। কর্ণাটকের ক্ষমতায়ও রয়েছে বিজেপি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img