শনিবার, এপ্রিল ২০, ২০২৪

অং সান সু চির দলের দুই নেতাকে মৃত্যুদণ্ড দিলো মিয়ানমারের জান্তা আদালত

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম গণহত্যার খলনায়িকা অং সান সু চি দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) দুই প্রভাবশালী নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির জান্তা আদালত। সন্ত্রাসবিরোধী আইনে তাদের এ সাজা দেওয়া হয়।

জান্তা সরকারের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের দায়ে গত নভেম্বরে গ্রেফতার হওয়া এনএলডির নেতা ফিও জেয়ারথাওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া গণতন্ত্রকামী মানবাধিকারকর্মী কিয়াও মিন ইউকেও একই শাস্তি দেয়া হয়েছে।

জানা গেছে, বিস্ফোরক, বোমা হামলার মামলা এবং সন্ত্রাসবাদে অর্থায়নের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের। সামরিক আদালতের ব্যাপক কঠোরতার কারণে এসব অভিযোগের ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img