শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ফের শেখ জাররাহ থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টা করছে ইসরাইল

ফিলিস্তিনের পবিত্র জেরুসালেম আল-কুদস শহরের শেখ জাররাহ এলাকা থেকে আবারো ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সোমবার (১৮ জানুয়ারি) এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

সোমবার শেখ জাররাহ এলাকা থেকে এক ফিলিস্তিনি পরিবারকে তাৎক্ষণিকভাবে বের করে দেওয়ার চেষ্টা করে ইহুদিবাদী ইসরাইলী বাহিনী। এ সময় ওই ফিলিস্তিনি পরিবারেরর এক সদস্য ছাদে উঠেন এবং ওপর থেকে গ্যাস সিলিন্ডার নিক্ষেপ করে তার নিজের বাড়ি ধ্বংস করার কথা বলেন। কারণ, ইসরাইলি নিরাপত্তা বাহিনীর মাধ্যমে উচ্ছেদ হওয়ার চেয়ে নিজের বাড়ি ধ্বংস করাকে শ্রেয় মনে করেন তিনি।

পূর্ব জেরুসালেমের শেখ জাররাহ এলাকার ওই সালহিয়া পরিবারের বাড়িতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলি পুলিশ। এ পরিবারের ৪০ সদস্য এখানে বাস করেন। ইসরাইলি নিরাপত্তা বাহিনী তাদের এ বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। সালহিয়া পরিবারের কয়েকজন সদস্য ইসরাইলি পুলিশের এমন আদেশ অগ্রাহ্য করে। এরপর তারা গ্যাস সিলিন্ডার সাথে নিয়ে বাড়ির ছাদে উঠেন। তারা নিজেদের হাতে হাত রেখে ব্যারিকেড সৃষ্টি করেন। এ সময় এক ইসরাইলি তাদের কাছে আসে এবং তাদের নিচে নেমে আসতে বোঝায়।

সূত্র : মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img