বুধবার, মে ৩১, ২০২৩

ইরাক যুদ্ধের ২০ বছর | মিথ্যাচারকে পুঁজি করে একটি দেশ ধ্বংসের ইতিহাস

আজ থেকে ঠিক ২০ বছর আগে ২০০৩ সালের ২০ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সরকার মিলে ইরাকের মাটিতে সামরিক আগ্রাসন শুরু করে। যে কারণে তারা এ আগ্রাসনকে ন্যায় সঙ্গত করতে চেয়েছিল পরবর্তী সময়ে তা ভুল প্রমাণিত হয়। যা ছিল ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একটি নির্লজ্জ মিথ্যাচার।

জর্জ ডব্লিউ বুশের আগ্রাসী হয়ে উঠার শুরু:
২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন জর্জ ডব্লিউ বুশ। এর পরপরই নাইন ইলেভেনের দোহাই দিয়ে তার মিত্র দেশগুলিকে নিয়ে আফগানিস্তানের ভুখন্ডে ঝাঁপিয়ে পড়েন তিনি। সামরিক আগ্রাসন চালিয়ে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন নেতৃত্ব দেওয়া তালেবান প্রশাসনকে। এভাবেই শুরু হয় বুশের আগ্রাসনের প্রথম ধাপ।

প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কর্তৃক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নীতি ঘোষণা:
২০০২ সালের সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নতুন একটি জাতীয় নিরাপত্তা নীতি ঘোষণা করে। এ নিরাপত্তা নীতিতে বলা হয়, “জৈবিক, রাসায়নিক, পারমাণবিক ও গণ বিধ্বংসী অস্ত্রের অধিকারী এমন কোন দেশ যদি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠে তাহলে সামরিক শক্তি ব্যবহারের মাধ্যমে তাদের প্রতিহত করা হবে।”

জর্জ ডব্লিউ বুশের সমর্থনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবনা পাস:
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নীতি ঘোষণার দুই মাস পরেই তারা জাতিসংঘকে একটি নতুন প্রস্তাব গ্রহণ করাতে সমর্থ হয়। এর মাধ্যমে ইরাককে অস্ত্র পরিদর্শনে বাধ্য করার কথা বলা হয়।

ইরাক যুদ্ধে পল উলফোভিৎস ও আহমেদ শালাবির ভূমিকা:
ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রেক্ষাপট তৈরিতে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন উপ-প্রতিরক্ষামন্ত্রী পল উলফোভিৎস ও ইরাকে সামরিক আগ্রাসন পরবর্তী প্রেসিডেন্ট আহমেদ শালাবি।

ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ক্ষমতাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন আহমেদ শালাবি। তিনি কিছু রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের সূত্রে ওয়াশিংটনকে একটি খবর দেন। যে সূত্রটিতে একজন দাবি করেন, “তিনি এমন একটি রাসায়নিক ল্যাবে কাজ করতেন যেখানে অস্ত্র তৈরি হতে পারে।”

অন্যদিকে উপ-প্রতিরক্ষামন্ত্রী পল উলফোভিৎস ‘অফিস অফ স্পেশাল প্ল্যানস’ নামে একটি বিশেষ ইউনিট তৈরি করেন। কয়েকমাস ধরে গবেষণার পর ইরাকে সম্ভাব্য বিধ্বংসী অস্ত্র থাকার দাবি করে বিশেষজ্ঞদের সমন্বয়ে গড়ে ওঠা এ ইউনিটটি।

এই দুইজনের দেওয়া তথ্য ইরাকে সামরিক আগ্রাসন চালানোর প্রেক্ষাপট তৈরিতে ব্যাপক ও জোরালো ভূমিকা পালন করে।

ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ:
এর কয়েকদিন পরেই জর্জ ডব্লিউ বুশ জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া এক বক্তৃতায় ইরাক সরকারের বিরুদ্ধে প্রস্তাবনা না মানার অভিযোগ আনেন। এ বিষয়টিকে ফুলিয়ে ফাঁপিয়ে গণমাধ্যমের কাছে নিয়ে আসেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। দাবি করা হয় ইরাকে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র রয়েছে।

আমেরিকা কর্তৃক ইরাক আক্রমণের ঘটনা:
ইরাকে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র থাকার দাবি করার কিছুদিন পরেই ২০০৩ সালের ২০ মার্চ মাঝরাতে ইরাকে আক্রমণ করে বসে যুক্তরাষ্ট্র। এই আগ্রাসী বাহিনীতে আরো যোগ দেয় অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও পোল্যান্ড। আকাশ ও স্থলপথে আক্রমণ চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। ১০০০ মার্কিন টোমাহক রকেট গুলির বিস্ফোরণে জেগে উঠেছিল বাগদাদ।

আক্রমণ পরবর্তী জর্জ ডব্লিউ বুশের বক্তব্য:
আক্রমণের একদিন পর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যুদ্ধের ঘোষণা দিয়ে বলেন, “এই মুহুর্তে আমেরিকা ও জোট বাহিনী ইরাকে সামরিক অভিযানের প্রাথমিক পর্যায়ে রয়েছে। যার মাধ্যমে ইরাককে নিরস্ত্রীকরণ, জনগণকে মুক্ত করা ও বিশ্বকে মারাত্মক বিপদ থেকে রক্ষা করা হবে।”

মার্কিন সেনা কর্তৃক বাগদাদ দখল:

আক্রমণের মাত্র তিন সপ্তাহ পরে ৯ এপ্রিল বাগদাদ দখল করে মার্কিন সেনারা। বাগদাদে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের একটি ভাস্কর্য ভেঙে ফেলে মার্কিন সেনারা। যা পরবর্তীতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলির শিরোনামে মার্কিন বিজয়ের প্রতীক হয়ে ওঠে।

মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরাকের কর্তৃত্ব নেওয়া:
যুক্তরাষ্ট্র কর্তৃক ইরাকে আক্রমণ করার পর টানা ২১ দিন সর্বাত্মক যুদ্ধ হয়। ২০০৩ সালের ১ মে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে ইরাক যুদ্ধ শেষের ঘোষণা প্রদান করেন।

ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন ও মৃত্যুদণ্ড:
২০০৩ সালের ২০ মার্চ মার্কিন সেনা কর্তৃক বাগদাদ আক্রমণের পরপরই ক্ষমতাচ্যুত হন তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর সাদ্দাম আত্মগোপনে কাটিয়েছেন ইরাকের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে। অবশেষে ২০০৩ সালের ১৩ ডিসেম্বর মার্কিন সেনাদের হাতে আটক হোন তিনি। মার্কিন আদালতে কথিত বিচার বিচারের আয়োজন করা হয় সাদ্দাম হোসেনের। ২০০৬ সালে ৩০ ডিসেম্বর ইরাকি সময় সকাল ৬টা ৬ মিনিটে ফাঁসি দেওয়া হয় তাকে।

ইরাক আগ্রাসনের ন্যায় সঙ্গতা:
আগ্রাসনের পরে পরিদর্শকরা ইরাকে গিয়ে কোন ধরনের গণবিধ্বংসী অস্ত্র খুঁজে পায়নি। তারা জানায়, ইরাক ১৯৯১ সালেই গণবিধ্বংসী অস্ত্র নির্মাণ ত্যাগ করেছে, ইরাকের উপর থেকে আন্তর্জাতিক অনুমোদন সরিয়ে নেয়ার আগ পর্যন্ত তাদের নতুন করে গণবিধ্বংসী অস্ত্র নির্মাণের কোন পরিকল্পনাও ছিল না। এখানে সেখানে ছড়িয়ে থাকা যা কিছু অস্ত্র পাওয়া গেছে আগেরগুলোরই ভগ্নাবশেষ।

ইরাক যুদ্ধে মৃতের সংখ্যা ও ক্ষয়ক্ষতি:
এই যুদ্ধে ইরাকিদের মৃতের সংখ্যা আনুমানিক ১০ লক্ষেরও বেশি। মার্কিন আগ্রাসনে ভেঙে পড়ে বাড়িঘর ও অবকাঠামো। ৪৪ লাখ ইরাকি বাস্তুচ্যুত হয়। ইরাক থেকে ২০ লাখ শরণার্থী পাশের দেশগুলোতে আশ্রয় নেয়। ৬০ থেকে ৭০ শতাংশ শিশু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসনকে ক্ষমতাচ্যুত করার জন্য সাড়ে ৪ হাজারেরও বেশি মার্কিন সৈন্য প্রান হারায়। আহত হয় প্রায় ৩০ হাজার।

যুদ্ধ ব্যায়:
ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৮৪৫ বিলিয়ন মার্কিন ডলারের চেয়েও বেশি। অন্যদিকে যুক্তরাজ্যের ব্যয় হয়েছে প্রায় ৪.৫ বিলিয়ন ইউরো। এই সময়ে মার্কিন অর্থনীতির মোট ব্যয়ের পরিমাণ ৩ থেকে ৫ ট্রিলিয়ন ডলারের মধ্যে ছিল।

সাদ্দাম হোসেন পরবর্তী ইরাক ও বর্তমান অবস্থা:

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সামরিক আগ্রাসনে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন ঘটে। যার ফলে ইরাকের সামগ্রিক অবস্থা অবনতির দিকে ধাবিত হয়। ইরাক জুড়ে শুরু হয় সংঘাত ও বিশৃঙ্খলা। সাদ্দাম হোসেনের পতন যেন ইরাকবাসীদের দুঃখ-কষ্ট আরও বাড়িয়ে দেয়।

সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরাক দখলের পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকিদের একটি সমৃদ্ধ গণতন্ত্র ও অর্থনীতির প্রতিশ্রুতি দেন। তবে তা ব্যর্থতায় পর্যবসিত হয়। ফলে ইরাকের পরিস্থিতি আরো খারাপ হয়।

এরপরে ইরাকে বাড়তে থাকে অভ্যন্তরীণ সহিংসতা, ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। যে সফলতার আশা দিয়ে ইরাকে আগ্রাসন চালানো হয়েছিল সে সফলতার মুখ এখনো দেখেনি ইরাকবাসী। পুরোপুরি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে ইরাক।

২০০৬ সালে ইরাকে শিয়া-সুন্নি দ্বন্দ্ব দেখা দেয়। যা রক্তক্ষয়ী এক সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয়। যার ফলে অনেক মানুষ নিহত হয়।

যুক্তরাষ্ট্রের ইরাকে সামরিক আগ্রাসনের ফলে জন্ম নেয় দায়েস। যারা প্রায় ১ লাখ ৭০ হাজার বেসামরিক মানুষকে হত্যা করে।

গত দুই দশক জুড়ে ইরাকের রাজনৈতিক অস্থিতিশীলতা, সহিংসতা ও জনদুর্ভোগের চিত্র যেন এখন স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়েছে।

সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড ও মৃতদেহ :
২০০৩ সালের ১৩ ডিসেম্বর সাদ্দাম হোসেন মার্কিন সেনাদের কাছে ধরা পড়েন। ৮০’র দশকে বাগদাদের উত্তরে দুজাইল গ্রামে ১৪৮ জন ইরাকীকে হত্যার দায়ে দণ্ডিত করা হয় তাকে। প্রায় তিন বছর বিচার চলার পর ২০০৬ সালের ৫ নভেম্বর ইরাকের আদালত তাকে মৃত্যুদন্ডের রায় দেয়।

২০০৬ সালের ৩০ ডিসেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টার মধ্যে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। এরপর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডের সময় তিনি খুব শান্ত ছিলেন।

ইরাকের সাবেক প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমি বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর মৃতদেহটি তার বাসভবনের সামনে ফেলে রাখা হয়।

সাদ্দাম হোসেনের নিরাপত্তায় নিয়োজিত ১২ জন মার্কিন সদস্যের একজন ছিলেন বার্ডেনওয়ার্পার। তিনি তার বই ‘দি প্রিজনার ইন হিস প্যালেসে’, “লিখেছেন, সাদ্দামের ফাঁসির পরে যখন তাঁর মরদেহ বাইরে নিয়ে আসা হয়েছিল, তখন সেখানে জমা হওয়া লোকজন মৃতদেহের ওপরে থুতু ছিটিয়েছিল।”

এরপর ফেলে রাখা সাদ্দাম হোসেনের মৃতদেহটি তিকরিত শহরে দাফন করা হয়।

গণবিধ্বংসী অস্ত্র তৈরির ধোয়া তুলে ইরাকে যে আগ্রাসন চালিয়েছিল যুক্তরাষ্ট্র তা চিরতরে পঙ্গু করে দিয়েছে হাজার হাজার নারী, পুরুষ ও শিশুকে। অথচ এ আগ্রাসনের কোনো ভিত্তি ছিল না। সাদ্দাম হোসেনকে উৎখাত করে যে কথিত গনতন্ত্রের উদ্দেশ্য আগ্রাসন চালানো হয়েছিল তা পূরণ হয়নি। বরং নতুন সমস্যা তৈরি হয় দেশটির অভ্যন্তরে। একটি দীর্ঘ গৃহযুদ্ধে নিমজ্জিত হয় ইরাক যার রেশ এখনো চলমান। এখনো বোমা হামলা, বন্দুকযুদ্ধ নিয়মিত ঘটনা। ২০ বছর পার হলেও এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি ইরাক।

সূত্র: আল জাজিরা, বিবিসি, ডি ডাব্লিউ, দি গার্ডিয়ান এবং সিএনএন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img