বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

ভাংচুরের সাথে হেফাজতের কোনো সম্পর্ক নেই: মাওলানা সাজিদুর রহমান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বি.বাড়িয়ায় ভাংচুর সাথে হেফাজতে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর ও বি.বাড়িয়ার দারুল আরকাম মাদরাসার পরিচালক মাওলানা সাজিদুর রহমান।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মাওলানা সাজিদুর রহমান বলেন, আমরা খুব দুঃখ পেয়েছি। কত দুঃখ পেয়েছি সেটি প্রকাশ করার ভাষা নেই। ভাঙচুরের জন্য আমাদের কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য দোষীদের চিহ্নিত করে তাদের বিচারের দাবি জানাই। কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন হয়রানি করা না হয়, আপনাদের (সাংবাদিক) মাধ্যমে আমরা প্রশাসনের কাছে তার দাবি জানাই।

এসময় বি.বাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদারাসার মুহতামীম মুফতি মুবারক উল্লাহ বলেন, আমার যতটুকু বিশ্বাস-আমাদের কোনো মানুষ এমন কাজ করতে পারে না। যারা এমন ন্যাক্কারজনক কাজ করেছে, সেটি তদন্তের মাধ্যমে বের করে ব্যবস্থা নেয়া উচিত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img