শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

দেশে ৫ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত

দেশে একদিনে আরও ২,৬৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৩৫ জনের।

এ নিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হলেন ৬৩০২৬ জন আর মৃত্যু হয়েছে ৮৪৬ জনের।

আজ শনিবার এক সংবাদ সম্মেলনে শনিবার এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

তিনি জানান, যারা শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১২,৪৮৬ টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত করা হয়েছে। নমুনা পরীক্ষার হিসাবে রোগী শনাক্তের হার ২১.১০ শতাংশ।

অর্থাৎ প্রতি পাঁচজনের নমুনা পরীক্ষায় একজন রোগী শনাক্ত হচ্ছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৮৫১টি।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, এই সময়ে সুস্থ হয়েছেন ৫২১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩, ৩২৫ জন। আক্রান্তের বিচারে সুস্থতার হার ২১.১৪ শতাংশ। শনাক্তের হিসাবে মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী সাতজন। মৃত্যুর ক্ষেত্রেও পুরুষদের মৃত্যু বেশি হয়েছে। পুরুষদের মৃত্যুর হার ৭৭.০৬ শতাংশ এবং নারী ২২.৯৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাড়িতে ৯ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে একজনকে।

শুক্রবার তিনি জানিয়েছিলেন, এখনো পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে প্রায় ৩৯ শতাংশের বয়স ৬০ বছরের বেশি। তিনি বলেন, যাদের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে তারাই বেশি মারা যাচ্ছেন।

দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় ৮ই মার্চ। করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু ঘটে ১৮ই মার্চ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img