শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আগামীকাল থেকে পটিয়া মাদরাসায় অনলাইনে ভর্তি শুরু

ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | মাহবুবুুল মান্নান


দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া পটিয়ার ভর্তি কার্যক্রম আগামীকাল শনিবার(৬জুন) থেকে অনলাইনে শুরু হয়ে আগামী বৃহস্পতিবার (১১জুন)পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে।

বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন জামেয়ার শিক্ষাপরিচালক মুফতী জসিম উদ্দীন কাসেমী।

জামিয়ার ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি সম্পর্কিত তথ্যে জানানো হয়েছে, ভর্তি ফি ও দাফতরিক কার্যক্রম পরবর্তী ঘোষণার পর জামিয়ায় উপস্থিত হয়ে সম্পন্ন করবে। পটিয়ায় করোনা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে (তালিকাভুক্ত শিক্ষার্থী ব্যতীত) অন্য কোন শিক্ষার্থী জামিয়া ক্যাম্পাসে অবস্থান করবে না।

ওয়েবসাইটে আরো বলা হয়েছে, এ বছর জামেয়ায় সীমিত আকারে ছাত্র ভর্তি করা হবে। দাওরায়ে হাদীসে সর্বমোট ৭০০, উলা-কামেলাইনে ৫০০ এবং জামাতে সিউমে ৩০০ জন ছাত্র ভর্তি করা হবে। অতএব, আগ্রহী ছাত্রদেরকে দ্রুত যোগাযোগ করতে বলা হচ্ছে। খ. অনলাইন ভর্তি ফরম লিংক ও নিয়মাবলী সহ অতি শীঘ্রই প্রকাশ করা হবে।

জামিয়া বিষয়ক যে কোন সঠিক সংবাদ বা তথ্য পেতে জামিয়ার অফিসিয়াল পেজ বা ওয়েবসাইটে চোখ রাখতে বলা হয়েছে। অফিসিয়াল পেইজ- Jamiah Islamiah Patiya “Official”

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img