বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

একদিনে পুলিশে রেকর্ড ৩২৪ সদস্যের করোনা শনাক্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের আরও ৩২৪ সদস্য। এটিই পুলিশ বাহিনীতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এ নিয়ে বৃহস্পতিবার (৪ জুন) সকাল পর্যন্ত সারাদেশে ৫ হাজার ৮৩১ জন পুলিশের মধ্যে কোভিড-১৯ রোগ ধরা পড়লো।

পুলিশ সদর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, সারাদেশে বুধবার (৩ জুন) পর্যন্ত করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা ছিল ৫ হাজার ৫০৭ জন। বৃহস্পতিবার (৪ জুন) তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩১। একই সময়ে ডিএমপি’তে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৯ জন। বৃহস্পতিবার পর্যন্ত ডিএমপিতে জীবাণুটির উপসর্গ ধরা পড়া পুলিশের সংখ্যা ১ হাজার ৭৭৭।

সারাদেশে কোয়ারেন্টিনে আছেন ৫ হাজার ৫৫৯ পুলিশ সদস্য। আইসোলোশনে রাখা হয়েছে এই আইনশৃঙ্খলা বাহিনীর ১ হাজার ৬৪০ জনকে। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১২২ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ পুলিশ। একজন সিভিল সদস্যসহ এ পর্যন্ত মারা গেছেন ১৬ পুলিশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img