শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

সিলেটে আরও ৭৯ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে নতুন করে আরও ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার এমএজি ওসমানী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট বিভাগের ৪ জেলায় এই ৭৯ জনের করোনা শনাক্ত হয়।

নতুন শনাক্তদের মধ্যে যথারীতি বসচেয়ে বেশি শনাক্ত হয়েছে সিলেট জেলায়। এ জেলায় বুধবার ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সবমিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১২৩৮ জনের।

সিলেট জেলায় বুধবার ৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ ৫৫ জনের করোনা শনাক্ত হয়। এদিন ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছ।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সদর উপজেলা, বিয়ানীবাজার, জৈন্তাপুর, গোয়াইনঘাট, বিশ্বনাথের বাসিন্দারা রয়েছেন।

নতুন ৫৫ জনসহ সিলেট জেলায় এ পর্যন্ত ৬৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে মৌলভীবাজারে বুধবার আরও ১৬ জনের করোনা দেহে শনাক্ত হয়েছে।

বুধবার (৩ জুন) ঢাকায় ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সদরের ৩ জন, কমলগঞ্জের ৩ জন, কুলাউড়ার ৭ জন, শ্রীমঙ্গলের ২ জন, ও জুড়ীতে একজন রয়েছেন।

মৌলভীবাজারে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪৪ জনের।

অপরদিকে সুনামগঞ্জে বুধবার ৪ বছরের শিশুসহ করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬ জন।

বুধবার সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হলে এর মধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়।

আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৩ জন, যার মধ্যে একজন ৪ বছরের শিশু, জগন্নাথপুর উপজেলায় ২ জন এবং দোয়ারাবাজার উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১৯ জনে।

এছাড়া হবিগঞ্জে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (৩ জুন) ঢাকায় ল্যাবে নমুনা পরীক্ষায় এই ২ জনের করোনা শনাক্ত হয়।

শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাটের ১ জন ও সদরের ১ জন রয়েছেন।

এনিয়ে জেলায় মোট শনাক্ত ১৯৪ জন শনাক্ত হয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img