শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে লিবিয়ার যুদ্ধবাজ হাফতার

ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | সোহেল আহম্মেদ


লিবিয়ার যুদ্ধবাজ খলিফা হাফতার যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) লিবিয়ায় জাতিসংঘের সমর্থন মিশন (ইউএনএসএমআইএল) এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সি’র।

ইউএনএসএমআইএল এক টুইটার বিবৃতিতে বলেছে, “জাতিসংঘ মিশন লিবিয়ার পক্ষসমূহকে যৌথ সামরিক কমিশন ৫+৫ আলোচনার পুনর্বিন্যাস গ্রহণের জন্য স্বাগত জানিয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, “লিবিয়ার জনগণ যত তাড়াতাড়ি সম্ভব একটি মর্যাদাপূর্ণ এবং নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে চায়। আশা করা যায় যে, লিবিয়া ইস্যুতে জড়িত সমস্ত জাতীয় এবং আন্তর্জাতিক দলগুলি যুদ্ধ শেষ করার জন্য লিবিয়ার জনগণের আহ্বানে সাড়া দেবে এবং ৫ + ৫ আলোচনার মাধ্যমে চূড়ান্ত যুদ্ধবিরতির ভিত্তি তৈরি হবে।”

উল্লেখ্য, ২০১১ সালে প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতাচ্যুত হওয়ার পরে জাতিসংঘের নেতৃত্বাধীন রাজনৈতিক চুক্তির আওতায় ২০১৫ সালে লিবিয়ার নতুন সরকার প্রতিষ্ঠিত হয়। ২০১৯ সালের এপ্রিল থেকে লিবিয়ার সরকারের সাথে হাফতার বাহিনীর সহিংসতা শুরু হয়। এই সহিংসতায় এ পর্যন্ত এক হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img