শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বিনাচিকিৎসায় মৃত্যু: সিলেটে কফিন নিয়ে মিছিল, হুঁশিয়ারি

সিলেটের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। হাসপাতালগুলো মানছে না কোন নির্দেশনা।

করোনার উপসর্গ থাকলে এমনকি না থাকলেও রোগীদের সেবা দিচ্ছে না হাসপাতালগুলো। অনেকেই বিনা চিকিৎসায় মারাগেছেন।

শুধু গত পাঁচ দিনে অন্তত তিন জনের বিনা চিকিৎসায় মৃত্যুর খবর এসেছে।

এর প্রতিবাদে শনিবার নগরীতে কফিন নিয়ে মিছিল করেছে মানুষ।

এদিন বিকেলে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এই কফিন মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, চিকিৎসার অভাবে মানুষের মৃত্যু সিলেটবাসী আর বরদাশত করবে না। যদি সিলেটে আর এ ধরনের ঘটনা ঘটে, তাহলে আমরা হাসপাতাল মালিকদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

বিনাচিকিৎসায় মারা যাওয়া একজনের স্বজন বলেন, আমাদের পূণ্যভুমি সিলেটে আমরা চাচির মতো আর কাউকে বিনা চিকিৎসায় মরতে দেখতে চাই না। সিলেটবাসীকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

এসময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে সিলেটে নতুন করে আরও ৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৬ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ ৬৬ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছিলো। এরমধ্যে ৬৬ টি পজেটিভ আসে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের বেশিরভাগ সিলেট সদর উপজেলা নগরীর বাসিন্দারা।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৪৭৯ জনের। এরমধ্যে সিলেট জেলায় ৮৪৯ জন, সুনামগঞ্জে ২৭০ জন, হবিগঞ্জে ২০৮ জন ও মৌলভীবাজারে ১৫২ জন রয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img