বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

নিয়ন্ত্রণরেখার স্থিতিশীলতা নষ্ট করতে ষড়যন্ত্র করছে চীন: ভারতের সেনা প্রধান

ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে চীনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা’র (এলএসি) স্থিতিশীলতা নষ্ট করার জন্য একতরফা ষড়যন্ত্র করছে চীন। কেউ যেন আমাদের ধৈর্য্যের পরীক্ষা নেওয়ার ভুল না করে।

শুক্রবার (১৫ জানুয়ারি) ভারতের ৭৩ তম সেনা দিবস উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানের বক্তব্যে তিনি ওই মন্তব্য করেন।

গত বছর ১৫ জুন ভারত-চীন সীমান্তে গালওয়ান উপত্যকায় চীনের পিপলস লিবারেশন আর্মি’র (পিএলএ) সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ ভারতীয় সেনা জওয়ান নিহত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে ভারতীয় সেনাপ্রধান বলেন, আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে গালওয়ান উপত্যকায় প্রাণ হারানো সেনাদের আত্মত্যাগ বৃথা যাবে না। আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার পক্ষে। কিন্তু কাউকে ভারতের ধৈর্যের পরীক্ষা নেওয়ার ভুল করা উচিত নয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img