শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আমেরিকা ইরানের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে: রাশিয়া

পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করার জন্য আমেরিকা তার সর্বোচ্চ চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ল্যাভরভ বলেন, পারস্য উপসাগর তীরবর্তী আরব দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ শুরু করতে আমরা ভীষণ আগ্রহী। এসব দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন ও আস্থা সৃষ্টিকারী সহযোগিতা চুক্তি স্বাক্ষরের জন্য এই সংলাপ খুবই জরুরি।

তিনি বলেন, কিন্তু দুঃখজনকভাবে আমাদের মার্কিন সহকর্মীরা বিশেষ করে বর্তমান মার্কিন প্রশাসন এখন পর্যন্ত এ ধরনের সংলাপ আয়োজনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির সর্বোচ্চ চেষ্টা করে এসেছে।

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বিদায়ী মার্কিন প্রশাসন গত চার বছর ধরে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মধ্যে প্রচণ্ডরকম ইরানবিরোধী চেতনা সৃষ্টি করার চেষ্টা করেছে। এসব দেশে ইরান সম্পর্কে ভীতি সৃষ্টি করে এ অঞ্চলের দেশগুলোর কাছে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি সই করেছে ট্রাম্প প্রশাসন।

সেইসঙ্গে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া নিয়েও এগিয়ে গেছে ওয়াশিংটন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img