শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

‘গাজওয়াতুল হিন্দ’ এর স্বপ্ন একদিন সত্যি হবে: শোয়েব আখতার

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতারের বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

সেখানে দেখা যাচ্ছে, শোয়েব আখতার সেদেশের একজন সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছেন। বিভিন্ন বিষয়ে কথা বলার ফাকে শোয়েব ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার বিষয়ে মুখ খোলেন বলে দাবি করছে ভারতীয় মিডিয়া।

কলকাতা টোয়েন্টিফোর, ডিএনএসহ আরও কয়েকটি মিডিয়া এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে।

শোয়েব আখতারে বলেন, ‘আমাদের প্রাচীন সাহিত্যে ‘গাজওয়াতুল হিন্দ’ এর স্বপ্ন একদিন সত্যি হবে বলে উল্লেখ করা হয়েছে। ওইদিন দু’বার রক্তে লাল হয়ে উঠবে অ্যাটক নদীর পানি। আফগানিস্তান থেকে সৈনিকদের দল অ্যাটকে পৌঁছবে। সেনারা আসবে উজবেকিস্তান ও আরব থেকেও। তারপর আফগানিস্তান খোরসান থেকে লাহোর হয়ে কাশ্মীর দখল করবে তারা। আগে মুসলিমরা কাশ্মীর দখল করবে তারপর আক্রমণ করবে ভারতের উপর।’

তবে আসলেই একথা বলেছেন কিনা তা এখনও নিশ্চিত করেননি শোয়েব আখতার। যদিও পাকিস্তানের বেশিরভাগ মানুষ এতে বিশ্বাস করেন।

প্রসঙ্গত, গাজওয়াতুল হিন্দ হলো মহানবী হযরত মুহাম্মদ (সা) এর একটি ভবিষ্যদ্বাণী। যেখানে উল্লেখ আছে, মুসলিম এবং অমুসলিমদের মধ্যে ভারতীয় উপমহাদেশে একটি যুদ্ধ হবে, যাতে মুসলমানদের বিজয় ঘটবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img