শনিবার, এপ্রিল ২০, ২০২৪

‘আগামী ৫ বছরের মধ্যে পাট বীজে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে’

বগুড়ার সারিয়াকান্দি চরে ‘জলমগ্ন সহিঞ্চু পাট বীজ’ উৎপাদন পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। শীতকালীন সবজির সঙ্গে এ পাট বীজ উৎপাদনে কৃষকরা বেশ লাভবান হচ্ছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে বগুড়ার সারিয়াকান্দি কুড়িপাড়া চরে পাট বীজ উৎপাদন বিষয়ক এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ সময় পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, আ শ ম আনোয়ারুল হক, প্রকল্প পরিচালক, ড, মাহমুদ আল হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবুল ফজল মোল্লা, মনিটরিং কর্মকর্তা এস এম কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

মহাপরিচালক তার বক্তব্যে বলেন, পাট অর্থকরী ফসল হলেও বর্তমানে পাট বীজ আমদানি নির্ভর হওয়ায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। এ থেকে পরিত্রাণের জন্য নিজেদের পাট বীজ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img