শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

টেকনাফে নাফ নদীতে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাবরাং বড় খালসংলগ্ন নদীতে এ অভিযান চালানো হয়। শুক্রবার সকালে এক ব্রিফিংয়ে কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সাইয়েদুল মোরসালিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবর পেয়ে নাফ নদীতে টহল জোরদার করা হয়। রাত সাড়ে ১২টার দিকে নদী সাঁতরে একজন পাচারকারী একটি বস্তা নিয়ে অনুপ্রবেশ করতে থাকে। এ সময় কোস্টগার্ড সদস্যরা স্পিডবোট নিয়ে ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায় সে। পরে বস্তা খুলে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাওয়া যায়।

পাচারকারী ওই ব্যক্তি সাঁতরে সীমান্তের জিরো লাইন অতিক্রম করায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img