বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ইন্দোনেশিয়ায় শরীয়াহ আইনে শাস্তি, সমকামিতার অপরাধে দুই যুবককে ৮০ বেত্রাঘাত

ইন্দোনেশিয়ার আচে প্রদেশে সমকামিতার দায়ে শরীয়াহ আইন অনুযায়ী প্রকাশ্যে দুই যুবককে টানা ৮০ বার বেত্রাঘাত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের প্রান্তিক এলাকা আচে প্রদেশে এ আইন কার্যকর করা হয়।

জানা যায়, গত নভেম্বর মাসে একই ঘরে দুইজনকে অর্ধনগ্ন অবস্থায় ধরে ফেলেন বাড়িটির মালিক। পরে প্রশাসনের কাছে খবর গেলে তাদের গ্রেফতার করা হয়। অতপর শরীয়াই আইন অনুযায়ী গতকাল প্রকাশ্যে তাদের শাস্তি দেওয়া হয়।

এ প্রসঙ্গে আচে প্রদেশের পাবলিক অর্ডার কর্মকর্তা হেরু ত্রিউইজানারকো জানান, আচে প্রদেশে ইসলামী শরিয়ত আইন হলো শেষকথা। স্থানীয় বাসিন্দারাই শুধু নয়, পর্যটকদেরও এই আইন মেনে চলতে হবে।

এদিন, শুধু দুই সমকামী যুবক নয়, আরও কয়েকজনকে বেত্রাঘাত করে শাস্তি দেওয়া হয়েছে। তাদের কারও দোষ ছিল মদ্যপান, আবার কারও দোষ ছিল নারীদের সঙ্গে সাক্ষাৎ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img