বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ষড়যন্ত্রকারীরা সক্রিয়; আল-জাজিরার রিপোর্টও ষড়যন্ত্রেরই অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ষড়যন্ত্রকারীরা সবসময় সক্রিয় রয়েছে। আল-জাজিরার রিপোর্টও ষড়যন্ত্রেরই একটি অংশ। তবে সবগুলোই চক্রান্তকারীদের ব্যর্থ প্রয়াস।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) চট্রগ্রামে নবনির্মিত এসপি অফিস ভবন উদ্বোধনকালে আল-জাজিরা টেলিভিশনের রিপোর্ট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এদিকে কারাগারে লেখক মুশতাক আহমাদের মৃত্যুর প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটির সুষ্ঠু তদন্ত হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে অবশ্যই বিচার হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এবিএম ফজলে করিম চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও ড. আবু রেজা নদভী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ও জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img