শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আ. লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে: দুলু

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিপুল ভোট পেয়ে ২৭০ থেকে ২৮০টি আসন পেয়ে বিএনপি জয়লাভ করতো। কিন্তু বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া দরকার।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের দলের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দুলু বলেন, মানুষের ভোটের অধিকারকে কেঁড়ে নিয়ে প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় ঠিকে থাকতে চায় আওয়ামী লীগ। এমন পরিস্থিতি থেকে উত্তরণসহ মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার আন্দোলনে আইনজীবীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশে সুষ্ঠু, সঠিক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে বিএনপি।

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা রহিম নেওয়াজ, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন টসর, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img