বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

মিসরীয়দেরকে দুই সন্তানের বেশি নিতে নিষেধ করলেন চার সন্তানের পিতা সিসি

বিশ্বাসঘাতকের তকমা পাওয়া মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি বলেছেন, মিসরের জীবনমান শোচনীয় হচ্ছে। রাষ্ট্রের খরচ সীমিত রাখতে মিসরীয়দের সন্তান দুইয়ের বেশি নিতে পারবে না।

সম্প্রতি ইসমাইলিয়ায় অনুষ্ঠিত এক মেডিকেল কনফারেন্সে এই সতর্ক বার্তা দেন সিসি।

সিসি বলেন, জীবন ধারণের ব্যবস্থা ক্রমেই শোচনীয় হচ্ছে এবং জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মেলাতে আমাদের আমাদের এক ট্রিলিয়ন ডলার প্রয়োজন।

সিসি আরও বলেন, জীবন ধারণের ব্যবস্থা উন্নত হতে পারে না যতক্ষণ না জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণের মধ্যে আসে।

উল্লেখ্য, মিসরীয়দেরকে দুই সন্তানের বেশী নিতে সতর্ক করলেও ব্যক্তিগত জীবনে সিসি চার সন্তানের পিতা। এ বছর ১ জানুয়ারি মিসরের সেন্ট্রাল এজেন্সি ফর পাবলিক মোবিলাইজেশন অ্যান্ড স্ট্যাটিস্টিকস জানায়, মিসরের জনসংখ্যা ১০ কোটি ১৩ লাখ। এর আগে মিসরীয় সামরিক বাহিনীর সাবেক প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-সিসি মিসরের জন্য অধিক জনসংখ্যাকে বড় হুমকি হিসেবে বর্ণনা করেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img