আগামী ৯ এপ্রিল থেকে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে চেন্নাই সুপার কিংসে খেলবেন ইংলিশ অল-রাউন্ডার মঈন আলী। তবে মুসলিম এ খেলোয়ার ইসলামে মদ নিষিদ্ধ হওয়ায় জার্সি থেকে মদ প্রস্তুতকারক সংস্থার লোগো সরিয়ে নিতে বলেছিলেন। তার এ অনুরোধ রেখেছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। মুসলিম এ খেলোয়ার এখন মদের লোগো ছাড়া জার্সি পরতে পারবেন।
ইসলামকে মেনে চলায় মঈন আলী কোনো মদ্য প্রস্তুতকারক সংস্থাকে প্রমোটও করেন না। এর আগে ব্যাঙ্গালুরুর জার্সি হোক, বা ইংল্যান্ডের জাতীয় দলের জার্সি- সব ক্ষেত্রেই মঈন এই রীতি মেনে চলেছেন। চেন্নাইর নতুন জার্সিতে SNJ 10000 এর লোগো আছে। যা চেন্নাইয়ের পানীয় প্রস্তুতকার কম্পানি ‘এসএনজে’র একটি শাখা।
মইনের আবেদন রেখেই চেন্নাই তাঁর জার্সি থেকে সংশ্লিষ্ট লোগো সরিয়ে দিয়েছে।