বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সাতক্ষীরায় দীর্ঘ দিন ধরে বেতন না পেয়ে কলেজ প্রভাষকের আত্মহত্যা

দীর্ঘ দিন ধরে বেতন না পেয়ে বাড়ির পাশে একটি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাতক্ষীরার কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মনিরুজ্জামান বাবলু (৪২)। তিনি কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের সেহারা গ্রামের ফজর আলীর ছেলে।

রোববার (৪ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কলেজে বেতন না পাওয়াসহ বিভিন্ন কারণে বেশ কিছু দিন ধরে বাবলু মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে একটি মেহগনি গাছের ডালে সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে স্থানীয়রা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

এবিষয়ে কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফ বিল্লাহ জানান, মনিরুজ্জামান বাবলু কলেজের ডিগ্রি শাখার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। দীর্ঘ দিন ধরে তাদের বেতন না হওয়ায় ও পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এ কারণেই হয়তো তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img