বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্বশর্ত: ড.খালিদ হোসাইন

ইনসাফ | মাহবুবুল  মান্নান

চট্টগ্রাম জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার মুহাদ্দিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, হালাল উপার্জন এক গুরুত্বপূর্ণ বিষয়। হালাল ছাড়া অন্য উপায়ে অবৈধভাবে উপার্জনের সম্পদ দ্বারা যে শরীর বা প্রজন্ম গড়ে উঠবে, তা জাহান্নামের ইন্ধন হবে। কাজেই হালাল উপার্জনে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।কেননা হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্বশর্ত।

সোমবার (১ মার্চ)কক্সবাজার, কুতুবদিয়া পূর্ব লেমশীখালী জমিরিয়া মাদরাসার ৫৫তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডক্টর খালিদ আরো বলেন, হালাল উপার্জন মানে বৈধ উপার্জন। আল্লাহ ও রাসূলের নির্দেশিত-প্রদর্শিত ও অনুমোদিত পন্থায় যে আয় উপার্জন করা হয়, সেটাই হালাল উপার্জন; হালাল উপার্জন সবার জন্যই কল্যাণকর।হালাল উপার্জন এবং হালাল উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করা ইসলামী জীবন ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

রমিজ আহমদ কুতুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সভায় আরো বয়ান করেন কক্সবাজার রামু ইসলামিয়া আলিয়া আশরাফুল উলুম মাদরাসার পরিচালক মুফতী শাহজাহান, মাওলানা হাফেজ বাহাউদ্দীন ও মাওলানা আব্দুল মান্নান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জমিরিয়া মাদরাসার পরিচালক মাওলানা নুরুচ্ছফা কুতুবী, ইনসাফ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি মাওলানা মাহবুবুল মান্নান ও মাওলানা জহির উদ্দিন প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img