বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

সপ্তাহব্যপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে জমিয়ত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী ১৯-২৬ মার্চ দেশজুড়ে সপ্তাহব্যপী মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সিন্ধান্ত গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে থাকবে বিজয় র‍্যলী, বিজয় মিছিল, পতাকা মিছিল, আলোচনা সভা ও সেমিনার ইত্যাদি।

আজ সোমবার (১ মার্চ ) সকাল ৯টায় রাজধানীর আরজাবাদে ঢাকাস্থ জমিয়তের দায়িত্বশীল ও সদস্যদের বৈঠকে এ সিধান্ত গ্রহণ করা হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মুফতি মুনির হোছাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী,ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা শরফ উদ্দীন ইয়াহইয়া ফাহাদ, মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক মুফতি বশিরুল হাসান খাদিমানী, সাংগঠনিক সম্পাদক মুফতি নূর মোহাম্মদ কাসেমী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা এখলাছুর রহমান রিয়াদ প্রমুখ।

বৈঠকে দেশব্যপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য কমিটি গঠন করা হয়। কমিটির সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীকে আহবায়ক,সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত মহসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে সদস্য সচিব করে ২৪ সদস্য বিশিষ্ট স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদসরা হলেন, সহসভাপতি মাওলানা জোনায়েদ আল-হাবীব, মাওলানা আব্দুল কুদ্দুস,( আরজাবাদ) এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মোহাম্মদউল্লাহ জামী, মুফতি মুনির হোছাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, সহকারী মহাসচিব মুফতি মাসুদুল করীম, মহানগর সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস (মানিক নগর)
কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মুফতি নাছির উদ্দীন খান, অর্থ সম্পাদক মুফতি জাকির হোছাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী,অফিস সম্পাদক মাওলানা আব্দুল গফ্ফার ছয়ঘরী, যুব জমিয়তের সভাপতি মাওলানা তাফহিমুল হক, ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা এখলাছুর রহমান রিয়াদ, মহানগর যুগ্ম সম্পাদক মুফতি বশিরুল হাসান খাদিমানী, সাংগঠনিক সম্পাদক মুফতি নূর মোহাম্মদ কাসেমী।

বৈঠকে জেলা, মহানগর, উপজেলা, থানাসহ সকল ইউনিটে উদযাপন কমিটি গঠনকরে, যথাযোগ্য মর্যাদায় মহন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সকল নেতা-কর্মীদের প্রতি জমিয়তে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতীয় কমিটির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। বৈঠকে আগামী ১৯মার্চ জাতীয় প্রসক্লাব মিলনায়তনে আলোচনা সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img