বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

রোজা রেখে মহামারির জন্য অর্থ সংগ্রহ; পদক দিলেন ব্রিটেনের রানি

ব্রিটেনের শতবর্ষী বাঙালি দবিরুল ইসলাম চৌধুরী। তিনি পবিত্র রমজান মাসে রোজা রেখে পায়ে হেঁটে করোনা ভাইরাস তহবিলের জন্য প্রায় সাড়ে চার লাখ পাউন্ড তুলেছেন। এ জন্য তাকে সম্মাননায় ভূষিত করেছেন ব্রিটেনের রানি।

পূর্ব লন্ডনের বো এলাকার বাসিন্দা দবিরুলকে অর্ডার অফ দ্যা ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পদক দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই দুর্লভ সম্মান পেয়ে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করছি। আমার অন্তরের অন্ত:স্থল থেকে সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

গত রমজান মাসের পুরোটা সময় দবিরুল ইসলাম চৌধুরী রোজা রেখে প্রতিদিন তার বাড়ির পেছনের ৮০ মিটার বাগানে পায়ে হেঁটে মোট ৯৭০ বার চক্কর দিয়েছেন।

তার উদ্দেশ ছিল বাংলাদেশ, ব্রিটেন এবং আরো কিছু দেশের করোনা ভাইরাসে বিপর্যস্ত মানুষের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করা।

ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন টম মুর তার বাড়ির বাগানে পায়ে হেঁটে স্বাস্থ্য-কর্মীদের জন্য যেভাবে প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড তুলেছিলেন তা দেখে উৎসাহিত হয়েছিলেন দবিরুল।

তিনি জানান, সপ্তাহ দু’য়েক আগে রানির দফতর থেকে ওবিই পদক প্রাপ্তির চিঠি পেয়ে বেশ অবাক হয়েছিলেন।

শতবর্ষী এই বাঙালি বলেন, আমরা যখন কোন একটা ভালো কাজ করি তখন বিশেষ কিছু প্রাপ্তির কথা মাথায় রাখি না।

তার এই প্রচেষ্টার প্রশংসা করে বিরোধীদল লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টার্মার বলেছেন, আমাদের সবার কাছে প্রেরণার এক উৎস তিনি।

দবিরুলের ছেলে আতিক চৌধুরী বলেন, তার বাবার জন্মস্থান সিলেটের দিরাইয়ে। তিনি বাংলা ফিমেল অ্যাসোসিয়েশন নামে একটি চ্যারিটির সঙ্গে যুক্ত।

সূত্র: বিবিসি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img