শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভারতে মুসলিমরা সবচেয়ে সুখে আছে বলে দাবি করল হিন্দুত্ববাদী আরএসএস প্রধান

বিশ্বে ভারতেই মুসলিমরা সবচেয়ে সুখে আছে বলে দাবি করেছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।

তিনি বলেন, সারা বিশ্বের মধ্যে ভারতেই মুসলিম সম্প্রদায়ের মানুষ সব থেকে সুখে আছে।

শনিবার (১০ অক্টোবর) ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

প্রতিনিয়ত ভারতে মুসলিমদের ওপর নির্যাতন হওয়া সত্বেও উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রধান বলেন, কোথাও বলা নেই যে এদেশে থাকতে হলে হিন্দুদের শ্রেষ্ঠ বলে মেনে নিতে হবে। যখনই দেশের সংস্কৃতির ওপর আক্রমণ হয়েছে এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে। তা সে হিন্দু হোক বা মুসলমান। এটাই আমাদের দেশ।

তিনি দাবি করে বলেন, আপনারা পাকিস্তানে দেখুন। সেখানে সংখ্যালঘু হিন্দুদের একঘরে করে রাখা হয়েছে। কিন্তু ভারতে মুসলিমরা সুখে রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img