শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

‘ধর্ষণ ও যৌন সংহিসতা রোধে আইন প্রয়োগ নিশ্চিত করা জরুরি’

সম্মিলিত ইসলামী দলসমূহের ব্যবস্থাপনায় ‘নারী নির্যাতন যুগে যুগে: কারণ ও প্রতিকার’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এক গবেষণায় দেখা গেছে, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশের ৬টি জেলায় ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করা ৩হাজার ৬৭১টি মামলায় সাজা হয়েছে মাত্র ৪ জনের। ধর্ষণ ও যৌন সংহিসতা রোধে আইন প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে বক্তা বলেন, ধর্ষণ করে পার পেয়ে যাবার মানসিকতা ধর্ষণ প্রবণতাকে প্রলুব্ধ করছে। রাজনীতির দুর্বৃত্তায়ন সামাজিক অপরাধ বিস্তৃতির অন্যতম কারণ। যৌন সহিংসতা ঠেকাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।

মাওলানা আবু তাহের জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন মাওলানা কামাল উদ্দীন জাফরী।

ড. মুফতি খলিলুর রহমান মাদানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা জাফরুল্লাহ খান, ড. আবুল কালাম আজাদ বশর, মাওলানা কামরুল ইসলাম শাহিন, ড. মাওলানা হাবিবুর রহমান, মুফতি ফখরুল ইসলাম ও মাওলানা নাসিরুদ্দিন হিলালী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img