শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আমেরিকার নির্বাচনে বাইডেনকে জয়ী ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর ফরে তিনি আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হচ্ছেন। বিশেষ কোনো আইনগত জটিলতা সৃষ্টি না হলে তিনি আগামী জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করবেন।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পকে পেছনে ফেলে জয় পাওয়ার পর বাইডেনের বিজয় নিশ্চিত হয়। ওই রাজ্যে বিজয়ের পর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টির বেশি ইলেকটোরাল ভোট সংগ্রহ হয়। তিনি এ পর্যন্ত ২৭৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।

গত তিনদিন ধরে দুই প্রতিদ্বন্দ্বীর ভাগ্য অনেকটা পেন্ডুলামের মতো দুলেছে। কখনো ট্রাম্প এগিয়ে আবার কখনো বাইডেন। জর্জিয়া, নেভাদা ও অ্যারিজোনাতেও বাইডেন এগিয়ে রয়েছেন।

এদিকে, ট্রাম্প শিবির থেকে বলা হয়েছে “নির্বাচন শেষ হয়ে যায়নি। প্রেসিডেন্ট পরাজয় মেনে নিতে রাজি নন।” এর আগে ট্রাম্প নিজেকে বিজয়ী বলে ঘোষণা দিয়েছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img