শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

মুসলিম ব্রাদারহুডের সাবেক ‘প্রধান মুরশিদ’ মাহমুদ ই’জ্জাতের বিচার পুনরায় শুরু করেছে সিসির আদালত

ইনসাফ | নাহিয়ান হাসান


মুসলিম ব্রাদারহুডের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান মুরশিদ মাহমুদ ই’জ্জাতের বিরুদ্ধে পুনরায় বিচার কার্যক্রম শুরুর আদেশ দিয়েছে মিশরের একটি আদালত।

ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তার বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।

মিশরের রাষ্ট্রায়ত্ত পত্রিকা আখবার আল ইয়াউম উল্লেখ করেছে, হামাসের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে কায়রোর তোরা কোর্ট কমপ্লেক্সের একটি আদালতে, প্রথম অধিবেশনের পুনঃশুনানিতে ই’জ্জাতকে হাজির হতে দেখা গিয়েছে।

২০১৫ এর জুনে কায়রোর একটি ফৌজদারি আদালত মুসলিম ব্রাদারহুডের প্রধান মুরশিদ মুহাম্মাদ বদীসহ মোট ২০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের রায় শুনালেও সেই একই অভিযোগে অভিযুক্ত মাহমুদ ই’জ্জাত, সহকারী উপদেষ্টা খাইরাত আল শাত্বীরসহ অন্য ১৩ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেয়!

তাছাড়া, সশস্ত্র সংগঠন হামাস ও লেবাননের হিজবুল্লাহর সাথে আঁতাত করে মিশরে সরকার পতন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ধ্বস, প্রতিকূল পরিবেশ তৈরি করে দেশে সামরিক অভিযান পরিচালনা এবং সকল কারাগার ভাঙ্গার মতো গুরুতর প্রচেষ্টার অভিযোগও রয়েছে মুসলিম ব্রাদারহুডের এই নেতা-কর্মীদের উপর।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img