শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

সর্বাত্মক লকডাউনের আদেশ ও নিষেধ

বুধবার (১৪ এপ্রিল) সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই লকডাউন, যা কর্যকর থাকবে ২১ এপ্রিল পর্যন্ত। বন্ধ থাকবে সকল সরকারি ও বেসরকারি অফিস। চলবে না গণপরিবহন। তবে খোলা থাকবে শিল্পকারখানা। সীমিত পরিসরে খোলা থাকবে কাঁচাবাজার ও রেস্টুরেন্ট।

৪ এপ্রিল থেকে চলছে সরকারের ১১ দফার নিষেধাজ্ঞা, তবে পরে সেটি শিথিল করে চালু করা হয় গণপরিবহন, খুলে দেয়া হয় শপিংমল, দোকানপাট। নিষেধাজ্ঞা বহাল থাকে থাকে শুধু দূরপাল্লার বাসে। এই বাসগুলোর ব্যাপারেও স্বাস্থ্যবিধি লংঘনের অভিযোগ ছিল ‘কঠোর নিষেধাজ্ঞায়’।

তবে, এবার সরকারের ঘোষিত নতুন লকডাউনের প্রজ্ঞাপনে বেশকিছু ক্ষেত্রে কঠোরতা এসেছে। আগে সীমিত পরিসরে সরকারি বেসরকারি অফিস খোলা থাকলেও এবার বন্ধ থাকবে সবকিছু। তবে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না কেউ। বন্ধ থাকবে সড়ক, নৌ, আকাশপথ।

পণ্যপরিবহন ও উৎপাদন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত জরুরি সেবা থাকবে খোলা। শিল্পকারখানা থাকবে খোলা। তবে স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব পরিবহণের ব্যবস্থা করতে হবে এসব প্রতিষ্ঠানকে। শুধু টিকা দিতে যাওয়া ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না ঘর থেকে।

রোজায় ইফতার ও সেহেরির কথা বিবেচনায় রেখে সোমবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কেবল খাবার সরবরাহ করতে পারবে হোটেল রেস্টুরেন্টগুলো। বর্তমানে খোলা থাকলেও পুরো বন্ধ থাকবে দোকানপাট, শপিংমল। খোলা জায়গায় কাঁচাবাজার বিক্রি করা যাবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আদালতগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন সুপ্রিম কোর্ট।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img