শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বিরোধীরা পাকিস্তানকে ঋণে জর্জরিত করে মিথ্যা অজুহাতে বিদেশে পালিয়েছে: ইমরান খান

ইনসাফ | নাহিয়ান হাসান


পাকিস্তান সরকারের পদত্যাগের দাবিতে রাজনৈতিক বিরোধীদের ঐক্যজোটের বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিরোধীদের চাপে পরে কোনো সিদ্ধান্ত নিলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। তারা পাকিস্তানকে ঋণে জর্জরিত করে মিথ্যা অজুহাতে বিদেশে পালিয়েছে। জাতীয় সম্পদ বৃদ্ধির রাষ্ট্রীয় চাহিদা পূরণ করতে তারা আমাদের জন্য কিছুই রাখেনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ইমরান খান বলেন, বিরোধী দল তাদেরকে এনআরও ( ন্যাশনাল রিকনসিলেশন অর্ডিনেন্স। এটি ২০০৭ সালে পারভেজ মোশাররফ কর্তৃক গৃহীত দুর্নীতি থেকে নিষ্কৃতির বিশেষ আইন) দেওয়ার জন্য আমাকে চাপ দিচ্ছে, তবে আমি এর পরিবর্তে স্বেচ্ছায় পদত্যাগকেই অগ্রাধিকার দিবো।

তিনি বলেন, বিরোধী দলীয় নেতা নাওয়াজ শরীফ মিথ্যা অজুহাতে বিদেশে গিয়েছেন। আমরা তো ভেবেছিলাম তিনি বিমানের সিড়িতেই উঠতে পারবেন না!

এছাড়াও ইমরান খান বলেন, নাওয়াজ শরীফের ভালো করেই জানা আছে যে,আমি এনআরও দিবো না। তাই সে মাইনাস ওয়ান আওড়াতে থাকে।

বিচার বিভাগ, ন্যাব এবং সেনাবাহিনীর উপর বিরোধীদের অনবরত চাপ সৃষ্টি করে যাওয়ার বিষয়টি উল্লেখ করে ইমরান খান বলেন, আমরা যদি এখন এই চাপ সহ্য করতে পারি তবে পাকিস্তান সেই রাষ্ট্রে পরিণত হবে যেমন রাষ্ট্র বহু আগেই হওয়ার ছিল।

সূত্র: জিও নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img