শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আর্মেনিয়ার ওপর চাপ প্রয়োগ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানাল তুরস্ক

বিরোধীয় অঞ্চল নাগোরনো-কারাবাখ নিয়ে সাময়িক যুদ্ধবিরতির শর্ত মানতে আর্মেনিয়ার ওপর চাপ প্রয়োগ করতে রাশিয়াকে অনুরোধ করেছে তুরস্ক।

রোববার (১১ অক্টোবর) আঙ্কারার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু তার সমকক্ষ রাশিয়ার সের্গেই ল্যাভরভকে এ অনুরোধ করেন।

শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারথন আলোচনা হয়। এতে উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ যুদ্ধবিরতিতে দুই দেশের মধ্যে যুদ্ধবন্দিসহ অন্যান্য বন্দি বিনিময় ও মৃতদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়। শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়রা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে আজারবাইজান অভিযোগ করে।

এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তর শহর গানজাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে নিন্দা জানায়। তুরস্ক আজারবাইজানের মিত্র দেশ বলেও বিবৃতিতে বলা হয়।

কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img