শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

তালেবান চায় নির্বাচনে ট্রাম্প জিতুক

চলতি বছরের ৩ নভেম্বর মার্কিন নির্বাচন। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার ও আমেরিকার সাথে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের জন্য এই নির্চাবনে ডোনাল্ড ট্রাম্প সমর্থন পেয়েছেন তালেবানদের। তালেবানের প্রত্যাশা, এবারের নির্বাচনে ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হবেন।

গত শুক্রবার (৯ অক্টোবর) তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে টেলিফোনে এক সাক্ষাৎকার দেন। ওই সময় তিনি বলেন, তাদের প্রত্যাশা, ট্রাম্প এবারের নির্বাচনেও জিতবেন। আর আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেবেন।

এর আগে ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে তার স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করে তালেবান। তালেবানের অন্য এক জ্যেষ্ঠ নেতা বলেন, ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত জেনে আমরা উদ্বিগ্ন। তবে তিনি সুস্থ হচ্ছেন।

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের মুখপাত্র টিম মুর্তাহ জানান, তালেবানের সমর্থন তারা প্রত্যাখ্যান করেছেন। তালেবানের জানা উচিত, ট্রাম্প সব সময় মার্কিন স্বার্থ রক্ষা করবেন।

সূত্র: সিবিএস নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img