শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

দেশকে মহাবিপর্যয় থেকে বাঁচাতে ফ্যাসিস্ট সরকারকে হটাতে হবে: ড. মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশকে মহাবিপর্যয় থেকে বাঁচাতে ফ্যাসিস্ট সরকারকে হটাতে হবে।।

মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি সদরে তার বাসভবনে দাউদকান্দি উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে পৌর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশ এক মহাবিপর্যয়ে নিপতিত। দেশজুড়ে বিরাজমান ছাত্রলীগ-যুবলীগের ধর্ষণ মহামারী। সরকারি দলের নেতাকর্মী ও ক্যাডারদের জন্য মা-বোনদের সম্ভ্রমের নিরাপত্তা নেই। তাদের সিরিজ ধর্ষণের ঘটনায় জাতি হিসেবে আমরা লজ্জিত। ভোট ডাকাতির মাধ্যমে তারা ক্ষমতায় এসে দেশকে একটি মৃত্যুকূপে পরিণত করেছে।

তিনি বলেন, সরকারি দলের ধর্ষণ, চাঁদাবাজি, করোনা প্রতিরোধে চরম ব্যর্থতা, করোনা নমুনা ও ক্যাসিনো কেলেঙ্কারি, সব ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি ও খুনখারাবির প্রধান কারণ দেশের গণতন্ত্রহীনতা এবং বিচারহীনতা। আর এসব অপকর্মের অভিভাবক হচ্ছে বর্তমান সরকার। দেশকে এই মহাবিপর্যয় থেকে বাঁচাতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বর্তমান ফ্যাসিস্ট লুটেরা সরকারকে হটাতে হবে।

বিএনপির এ নেতা বলেন, কর্তৃত্বপরায়ণ অনির্বাচিত সরকার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। তারা কাউকে কথা বলতে দিতে চায় না। আজ দেশে মা-বোনের সম্ভ্রম ও মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। মতপ্রকাশের স্বাধীনতা নেই, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। সরকার পুলিশকে দলীয় ক্যাডার বাহিনী হিসাবে ব্যবহার করছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় বসে যা ইচ্ছে তাই করছে। এভাবে একটি দেশ চলতে পারে না, চলতে দেয়া যায় না।

বিএনপির নীতিনির্ধারক নেতা ড. মোশাররফ দাউদকান্দি উপজেলা নির্বাচনে বিএনপির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করে দেশকে মহাবিপর্যয় থেকে বাঁচাতে এবং ফ্যাসিস্ট সরকারকে হটাতে দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি উদাত্ত আহবান জানান।

দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপির একেএম শামছুল হক, আবুল হাসেম, মিঞা মো. মিজানুর রহমান, এমএ লতিফ ভূঁইয়া, ভিপি জাহাঙ্গীর আলম, দাউদকান্দি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. রুহুল আমিন ও ফরিদা ইয়াসমিন ডলি, নূরুল আমিন নাঈম সরকার, মাহবুবুল হক হিরণ, খন্দকার বিল্লাল হোসেন সুমন, দাউদকান্দি ছাত্রদলের সভাপতি রোমান খন্দকার প্রমুখ।

পরে বিএনপি নেতা ড.খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে দাউদকান্দি বিএনপির কার্যালয়ের সামনে থেকে দলীয় প্রার্থীদের সমর্থনে পৌর সদরে একটি মিছিল বের করা হয়। মিছিলে চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. রুহুল আমিন ও ফরিদা ইয়াসমিন ডলি প্রমুখ উপস্থিত ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img