শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আফগানের রাজনৈতিক কাঠামোয় তালেবানের অংশগ্রহণের প্রতি ইরানের সমর্থন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, আফগান সরকার তালেবানের সঙ্গে যে শান্তি আলোচনা শুরু করেছে তার প্রতি তেহরানের সমর্থন রয়েছে। পাশাপাশি আফগানিস্তানের রাজনৈতিক কাঠামোয় তালেবানের অংশগ্রহণের প্রতিও তেহরানের সমর্থন রয়েছে।

রোববার (১৮ অক্টোবর) মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের জাতীয় পুনর্গঠন বিষয়ক উচ্চ পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আব্দুল্লাহের সঙ্গে সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

এই দিনেই আব্দুল্রাহ ইরান সফরে গিয়েছিলেন। সাক্ষাতে আফগানিস্তানের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং তালেবানের সঙ্গে চলমান শান্তি আলোচনায় অগ্রগতির খবর জানান আব্দুল্লাহ।

তেহরান আসার আগে তিনি ইসলামাবাদ ও নয়াদিল্লি সফর করেন। সফরে মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ও কয়েকজন সংসদ সদস্য রয়েছেন।

তালেবানের সঙ্গে গত ১২ সেপ্টেম্বর থেকে দোহায় দীর্ঘমেয়াদি আলোচনা শুরু করেছে মার্কিন মদদপুষ্ট আফগান সরকার। যাকে আফগান-আফগান আলোচনা বলে অভিহিত করা হচ্ছে। ওই আলোচনায় আব্দুল্লাহ আব্দুল্লাহ আফগান সরকারের প্রতিনিধিদলের নের্তৃত্ব দিচ্ছেন।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img