শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে; ধাপে ধাপে শুরু হবে ওমরা পালন

করোনা মহামারি সংক্রমণ থেকে নিরাপদ থাকতে ওমরাহ নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সোমবার (২১ সেপ্টেম্বর) তিন ধাপে ওমরাহ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

প্রথমে সৌদি আরবের বাসিন্দারা ওমরায় অংশগ্রহণের সুযোগ পাবে। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশের জন্যও ওমরাহ চালু হবে।

হজ্ব ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ সালেহ বেনটিন বলেন, স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা সৌদি আরব সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাই ধীরে ধীরে তিন ধাপে হজ কার্যক্রম আবার শুরু করা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়।

বেনটিন বলেন, প্রথম পর্যায়ে সৌদি আরবের স্থানীয় নাগরিক ও প্রবাসীরা ওমরায় অংশগ্রহণের সুযোগ পাবে। ওমরাহ সেবা স্বাভাবিক ধারণক্ষমতার ৪০ ভাগ থাকবে। দ্বিতীয় ধাপে তা বৃদ্ধি পেয়ে ৭৫ ভাগ হবে। আর সর্বশেষে কার্যক্রম পুরোপুরি চালু হবে এবং সৌদি আরবে বাইরে থেকেও সবাই ওমরাহ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। তবে সর্বাবস্থায় স্বাস্থ্য সুরক্ষায় সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

তা ছাড়া অনলাইনের মাধ্যমে ওমরায় অংশগ্রহণকারীদের সেবা প্রদান করা হবে। বেনটিন বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক ৩০টি প্রতিষ্ঠান অনলাইনে হাজ্বীদের প্রয়োজনীয় পরিষেবা প্রদান করবে। সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন স্থানে ওমরাহ বিষয়ক প্রতিষ্ঠানগুলো প্রায় ১৬ মিলিয়ন হাজ্বীদের সেবা দিতে পারে।

হজ্ব ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী আবদুল ফাত্তাহ মাশাত বলেন, প্রাতিষ্ঠানিক পরিবর্তন, ওমরাহ কার্যক্রম পরিচালনা ও ওমরায় অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে একটি ফোরাম গঠন করা হয়। এ ছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে ওমরাহযাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করছে।

মাশাত আরো বলেন, ২০১৯ সালে ৫.৩ মিলিয়ন সৌদি নাগরিক, ৬.৪ মিলিয়ন প্রবাসী, ১.২ মিলিয়ন উপসাগরীয় দেশের বাসিন্দা এবং অন্যান্য দেশ থেকে ৭.৫ মিলিয়ন মানুষ ওমরায় অংশগ্রহণ করেছে। সূত্র : আরব নিউজ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img