বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

শাইখুল ইসলাম আল্লামা শফী রহ.-কে নিয়ে আবু সুফিয়ানের নতুন সংগীত “কিংবদন্তি আহমদ শফী”

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সদরুল মুহতামীম শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রহ.-কে নিয়ে “কিংবদন্তি আহমদ শফী” শিরোনামে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব একাংশের প্রধান আবু সুফিয়ানের একটি একক সংগীত রিলিজ হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ‘কলরব টিভি’ নামের ইউটিউভ চ্যানেলে সংগীতটি রিলিজ করা হয়।

সংগীতটি লিখেছেন সায়ীদ উসমান ও সুর করেছেন ইসহাক আলমগীর। এছাড়া সাউন্ড সিস্টেমে ইশতিয়াক আহমেদ ও ভিডিও এডিট এ ছিলেন কাজি ওয়াহিদ।

সংগীত সম্পর্কে কলরব একাংশের প্রধান আবু সুফিয়ান বলেন, এই সংগীটিতে আল্লামা আহমদ শফী রহ. এর জীবনী তুলে ধরা হয়েছে। আমরা সুর ও কন্ঠের মাধ্যমে আমাদের উত্তরসূরি ও রাহাবারদেরকে তুলে ধরতে চাই। এর আগেও আল্লামা জুনায়েদ বাবুনগরী ও আহমদ শফী রহ.-কে নিয়ে আমাদের গান রিলিজ হয়েছিল। আমি আশাকরি সংগীতটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে।

পাঠকদের জন্য গানের কথামালা দেওয়া হলো-

কিংবদন্তি মহান নেতা
আল্লামা শাহ আহমদ শফী
চির এক সংগ্রামী অগ্নিপুরুষ
বাংলার সালাদিন আইয়ুবী

আজীবন দিয়েছেন হকের আযান
বাতিলের ত্রাশ তিনি ঝঞ্ঝা তুফান
জামানার গতিপথ বদলে দেওয়া
তুখোড় তিনি এক মহাবিপ্লবী।

মুকুট বিহীন এক বাদশাহ মহান
সাহস ছিলো তার পাহাড় সমান
প্রতিবাদী গর্জনে ভেঙেছিলো ঘুম
জেগে ছিলো তার ডাকে এই পৃথিবী।

আজ তাকে হারিয়ে কাঁদছে সবাই
বুকের ভেতর শুধু নাই আর নাই
ভাঙনের শব্দ শুনি হৃদয়ে
তার শোকে কাদে আজ এই ধরণী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img