বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ভারতে সংসদ অধিবেশন বয়কট করল রাজ্যসভার ৮ এমপি

কৃষি বিল নিয়ে ভারতের রাজ্যসভায় তুমুল হট্টগোলের জেরে সোমবার বরখাস্ত করা বিরোধীদলীয় আট এমপি সংসদ অধিবেশন বয়কটের ডাক দিয়েছেন।

রোববার বিরোধী দলগুলোর প্রবল আপত্তির মুখে পাস হয় বিতর্কিত ওই কৃষি বিল। বিরোধী সাংসদরা রাজ্যসভার ওয়েলে নেমে প্রতিবাদ করতে থাকেন। তখন সভা পরিচালনা করছিলেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তৃণমূল এমপি ডেরেক ডেপুটি চেয়ারম্যানের কাছে গিয়ে কিছু নথিপত্র ছেঁড়ার চেষ্টা করতে থাকেন।

রাজ্যসভার বাইরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অধিবেশন বয়কটে শামিল হন সাসপেন্ড হওয়া আট এমপি। সোমবার রাজ্যসভার অধিবেশন শুরু হতেই কংগ্রেসের রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ বিরোধীদের পক্ষ থেকে জানিয়ে দেন, এর পর থেকে পুরো অধিবেশন বয়কট করছেন বিরোধীরা।

সেই সঙ্গে সাসপেন্ড আট এমপিকে বয়কটে শামিল হওয়ার আর্জি জানান। মঙ্গলবার সকালে সাসপেন্ড হওয়া এমপিদের অবস্থান কর্মসূচিতে হাজির হন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহ।

কিন্তু ফিরতে হলো বিফল হয়েই। চা না খেয়ে আট এমপি ফের জানিয়ে দিলেন, তাদের এই অবস্থান অনির্দিষ্টকালের।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img