শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বাংলাদেশি অভিবাসীদের দেখাশুনা করা আমার দায়িত্ব: মদিনার গভর্নর

মদিনা মুনাওয়ার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান বলেছেন, বাংলাদেশি অভিবাসীরা সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অভিভাবক হিসেবে বাংলাদেশি অভিবাসীদের দেখাশুনা করা আমার দায়িত্ব।

মঙ্গলবার (১৩ অক্টোরব) সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ জাবেদ পাটোয়ারীর সাথে বিপিএম বৈঠকে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, বাংলাদেশি অভিবাসি শ্রমিকরা পরিবার পরিজন ছেড়ে দূর পরবাসে বসবাস করছে। তাদের অবস্থানকে আরো সহজ ও আরামদায়ক করার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে।

তিনি বলেন, মদিনায় অভিবাসি শ্রমিকদের জন্য কোম্পানির অর্থায়নে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আবাসিক কম্পাউন্ড তৈরি করা হচ্ছে। যেখানে সুন্দর পরিবেশের পাশাপাশি উন্নত মানের খাবার ও বিনোদনের ব্যবস্থাও থাকবে।

বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান জানিয়ে মদিনার গভর্নর বলেন, বাংলাদেশ আমার হৃদয়ে রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img