শনিবার, এপ্রিল ২০, ২০২৪

শান্তি আলোচনার মধ্যে তালেবানের ওপর মার্কিন বিমান হামলা

কাতারের দোহায় শান্তি আলোচনা চলার মধ্যে আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে গত কয়েকদিন ধরে তালেবান অবস্থানে সরকারি বাহিনীর অভিযানে সহায়তা দিচ্ছে আমেরিকান বিমান বাহিনী।

সোমবার (১২ অক্টোবর) আমেরিকান বাহিনীর মুখপাত্র সনি গেলেট এ কথা জানিয়েছে।

তিন বলেন, গত দুই দিন ধরে হেলমন্দে বিমান হামলা করা হচ্ছে। তার দাবি, এটা গত ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত আমেরিকা-তালেবান চুক্তির লঙ্ঘন নয়।

তিনি আরো দাবি করেন, তালেবান হামলা দুই পক্ষের চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তালেবান চলমান আফগান শান্তি আলোচনাকে খাটো করছে।

লেগেট বলেন, তালেবান হামলার মুখে আফগান নিরাপত্তা বাহিনীকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে মার্কিন বাহিনী।

হেলমন্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ-এর চারপাশে বন্দুক যুদ্ধের খবর আসার পরপরই মার্কিন বিমান হামলার কথা ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর বাইরে বিক্ষিপ্ত গোলাগুলি হচ্ছে। সংঘর্ষের কারণে নাদ আলী ও নাওয়া জেলা থেকে লোকজন পালিয়ে যাচ্ছে।

মার্কিন মদদপুষ্ট হেলমন্দ গভর্নরের মুখাত্র ওমর জাওয়াক বলেন, গত কয়েক সপ্তাহ ধরে তালেবনারা প্রদেশের বিভিন্ন এলাকায় সমন্বিত হামলা চালিয়ে যাচ্ছে। গত শনিবার থেকে লড়াই তীব্র হয়ে উঠেছে। তালেবানরা প্রধান মহাসড়কের বেশ কয়েকটি সেতু ধ্বংস করে দিয়েছে বাদি করেন তিনি।

সূত্র: সাউথ এশিয়ান মনিটর ও এপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img