বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

পশ্চিম তীরে আরো ৫০০ অবৈধ ইহুদী বসতি নির্মাণের অনুমতি দিয়েছে ইসরাইল

ইনসাফ | সোহেল আহম্মেদ


ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর বেথলেহমে অবৈধভাবে ইহুদি বসতি সম্প্রসারণের জন্য আবারে ৫০০ নতুন বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী কর্তৃপক্ষ।

স্থানীয় বর্ণবাদবিরোধী কর্মী হাসান ব্রিজিয়েহ জানান, ইসরাইলী দখলদার কর্তৃপক্ষ ওয়াদি ফুকিন গ্রামের ফিলিস্তিনীদের জমির উপর নির্মিত তজুর হাদাসাহের অবৈধ ইসরাইলী বন্দোবস্তে ৫০০ আবাসন ইউনিট নির্মাণের অনুমোদন দিয়েছে।

তিনি আরও বলেন, ইসরাইলী দখলদারিত্বের শুরু থেকেই বাইবেলীয় শহর ও জেলার চারপাশে নির্মিত তার অবৈধ জনবসতি সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে বেথলেহামকে টার্গেট করছে যাতে আরও বেশি জমি এই অঞ্চলে অবৈধ বসতিগুলিতে অন্তর্ভুক্ত করা যায়। পাশাপাশি জমির মালিকদেরকে বসতি নির্মাণে নিয়মিত বাধা দিয়ে আসছে তারা।

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে প্রতিরক্ষা মন্ত্রী নাফতলি বেনেট অবৈধ ইফ্রাট বন্দোবস্তে ৭ হাজার বন্দোবস্ত ইউনিটকে অনুমোদন দিয়েছে।
বেসরকারী ইসরাইলী আন্দোলন পিস নাউ নিশ্চিত করেছে, অধিকৃত পূর্ব জেরুসালেমে ৩ হাজার ৪ শো ১২ টি বন্দোবস্ত ইউনিট নির্মাণের জন্য অনুমোদন দিয়েছে ইহুদীবাদী ইসরাইলী কর্তৃপক্ষ।

সূত্র: মিডলইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img