বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাংলাদেশ ও আমেরিকা বাণিজ্য বাড়াতে ‘নীতি সহায়তা’ জরুরি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও আমেরিকার মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণের জন্য উভয় দেশ থেকে পর্যাপ্ত নীতি সহায়তা দেওয়া জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৫ এপ্রিল) ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে শিল্প কাঁচামাল ও ভোক্তাসামগ্রী- যেমন তুলা, সয়াবিন ও গম রপ্তানি করতে আমেরিকাকে কোনো শুল্ক দিতে হয় না।

আমেরিকার ব্যবসা ও বিনিয়োগের ‘আশাব্যঞ্জক গন্তব্য’ হিসেবে বাংলাদেশকে তুলে ধরেন শেখ হাসিনা। কেন ‘আশাব্যঞ্জক’ তার ব্যাখ্যাও দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মজবুদ অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্রুত সম্প্রসারণশীল দেশীয় বাজার ও ৪০০ কোটি লোকের বিশাল আঞ্চলিক বাজারের সঙ্গে ক্রমবর্ধমান সংযোগই বাংলাদেশকে আকর্ষণীয় করেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img