শনিবার, এপ্রিল ২০, ২০২৪

পল্টনে হেফাজত ও আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত শুক্রবার বাদ জুম’আ জাতীয় মসজিদ বায়তুল মোকররম, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনরত ছাত্র, মুসল্লীদের উপর পুলিশ-সরকারদলীয় নেতাকর্মীদের বর্বরোচিত হত্যা এবং হামলার প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালনকে কেন্দ্র করে পল্টন মোড়ে সংগঠনটির নেতাকার্মী ও তাওহীদি জনতার সাথে আওয়ামীলীগ সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে হেফাজতের কর্মীরা হরতাল সমর্থনে বায়তুল মোকাররম থেকে পল্টনে মিছিল নিয়ে বের হলে আওয়ামী লীগ কর্মীদের সাথে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ১০টা থেকেই বায়তুল মোকাররমে জড়ো হয় হেফাজতে ইসলামের কর্মীরা। বেলা ১১টার দিকে বায়তুল মোকাররমে আসেন ঢাকা মহানগর হেফাজতের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকসহ অন্যরা। সেখানে সমাবেশ করেন তারা। বেলা সাড়ে ১১ টার দিকে সমাবেশ শেষে মিছিল নিয়ে পল্টনের হয়ে নাইটেংগেলের দিকে আগায় হেফজত নেতারা। সেসময় আওয়ামীলীগের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পুলিশকে রাস্তার পাশে অবস্থান নিতে দেখা যায়। হেফাজত কর্মীরা সাময়িক পল্টন ত্যাগ করে। আবার বেলা ১২ টার দিকে বায়তুল মোকাররমে এসে অবস্থান নেয় তাওহীদি জনতা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img