মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

জর্ডানের বাদশাহকে ফোন করলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সাথে ফোনে কথা বলেছেন।

সোমবার (৫ এপ্রিল) দুইজনের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়।

এসময় তুরস্ক-জর্দান সম্পর্ক এবং আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, জর্ডানের প্রিন্স হামজা তার আইনজীবীর মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির কাছে পাঠানো এক ভিডিওতে তার দেশের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অদক্ষতা ও হয়রানির অভিযোগ তুলেন। সেইসঙ্গে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে প্রিন্স হামজার গৃহবন্দিকে সমর্থন করে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ও যুবরাজ দ্বিতীয় হুসেইন বিন আব্দুল্লাহকে ফোন করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। জর্ডানের প্রতি সংহতি প্রকাশ করতেই এই ফোনকল করেন তারা।

সূত্র: আনাদুলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img