শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ফাইটারদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকান দূতাবাস

বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্বের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীদের পেশাগতকাজের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকান দূতাবাস। এই প্রশিক্ষণে দুর্যোগকালীন পরিস্থিতিতে স্বল্প সময়ে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধারের কলাকৌশল শেখানো হয়। পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারীকে স্থানীয়ভাবে সরবরাহকৃত প্রাথমিক চিকিৎসার সামগ্রীও দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মার্কিন দূতাবাসের সিভিল মিলিটারি সাপোর্ট এলিমেন্ট (সিএমএসই)-এর উদ্যোগে রাজশাহীতে চারদিন ব্যাপি এই প্রশিক্ষণ শেষে সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানের মূল প্রশিক্ষক আমেরিকান সেনাবাহিনীর ক্যাপ্টেন চার্লস রায়ান সিলভেরিয়া জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে নানা ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমেরিকার সরকার চায় প্রযুক্তির সর্বোচ্চ সদ্ব্যবহারে বাংলাদেশ আরও এগিয়ে যাক। এরই অংশ হিসেবে বাংলাদেশের ফায়ার সার্ভিসের কর্মীদের বিশ্বমানের প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তোলা হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img