শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইসরায়েলি ইসলামবিদ্বেষী ফুটবল ক্লাবের অংশীদারিত্ব কিনলেন আমিরাতের শেখ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কট্টর ইসলামবিদ্বেষী ফুটবল ক্লাব বেইতার জেরুজালেম-এর ৫০ শতাংশ মালিকানা কিনেছেন সংযুক্ত আরব আমিরাতের শেখ হামাদ বিন খলিফা আল-নাহিয়ান।

এই ফুটবল ক্লাবটি দীর্ঘকাল ধরে ইসলামবিদ্বেষ লালনের উর্বর ক্ষেত্র বলেই পরিচিত।

এব্যাপারে ক্লাবটির দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, শেখ নাহিয়ান সেখানে আগামী ১০ বছরে ৯২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবেন।

‘এমন মহিমান্ডিত একটি ক্লাবের অংশীদার হয়ে আমি খুবই উত্তেজনা বোধ করছি,’ এভাবেই নাহিয়ান নিজের অনুভূতি প্রকাশ করেছেন বলে বিবিসি সূত্রে জানা গেছে।

ইতোপূর্বে সংযুক্ত আরব আমিরাত প্রথম উপসাগরীয় আরব দেশ হিসাবে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর বাহরাইনও একই পদক্ষেপ নেয়।

দেশদুটি ট্রাম্প প্রশাসনের মধ্যস্ততায় হোয়াইট হাউজেই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার চুক্তিটি স্বাক্ষর করে।

ওই ঘটনার তিন মাস পর আমিরাতের শেখ ইসরায়েলি ক্লাবটির অর্ধেক মালিকানা কিনে নিলেন।

বেইতার জেরুজালেম ইসরায়েলের অন্যতম শীর্ষ ফুটবল ক্লাব। তাদের ঘরেই উঠেছে ইসরায়েলি প্রিমিয়ার লীগের ছয়টি শিরোপা। সর্বশেষ জয় তারা পেয়েছিল ২০০৭-০৮ মৌসুমে। সমর্থকদের মধ্যে ইহুদিবাদী রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতিনিয়াহু-ও রয়েছেন।

তবে ক্লাবটি তার উগ্রপন্থী ‘ল্যা ফ্যামিলিয়া’ নামের সমর্থকদের জন্যেই বেশি পরিচিত। এই গোষ্ঠী সরাসরি মুসলিমদের নির্মূলে বিশ্বাস করে।

সূত্র : সাউথ এশিয়ান মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img